ইতালিতে প্রথম বাংলাদেশি হিসেবে করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বর্ণা রহমান (২৭)। বিদায়ী বছরের শেষ দিন গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভেনিসের মনফালকোনের একটি হাসপাতালে এই টিকা নেন তিনি।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মনফালকোনে-তে পরিবারের সঙ্গে বসবাস করেন স্বর্ণা। ২০০৪ সালে তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়া শেষ করে পরিবারের সঙ্গে ইতালিতে গমন করেন। পরে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি ‘সান পাওলো মনফালকোন’ হাসপাতালে একজন সেবিকা হিসেবে কর্মরত।
পিতা আজিজুর রহমান ও মাতা মাহফুজা রহমান দম্পতির প্রথম কন্যা স্বর্ণা রহমান। তাঁর গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের দোহারে।
বিদায়ী বছরের ২৭ ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন বিভাগের অনুমতি নিয়ে ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু করে ইতালি। প্রথম ধাপে দেশটির মোট ৯ হাজার ৭৫০ জন স্বাস্থ্যকর্মী ও বয়স্ক মানুষের শরীরে প্রয়োগ করা হয় এই টিকা।
এছাড়া নতুন বছরের প্রথমদিকে আরো প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন মানুষের শরীরে এই টিকা প্রয়োগের কথা রয়েছে। এরইমধ্যে দেশটির বিভিন্ন শহরের প্রায় ১৫ হাজার মানুষের শরীরে ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কোন বাংলাদেশি স্বেচ্ছাসেবি হিসেবে বৃহস্পতিবার স্বেচ্ছায় টিকা নেন স্বর্ণা।
টিকাগ্রহণ সম্পর্কে প্রতিক্রিয়ায় স্বর্ণা বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে ইতালিতে করোনাভাইরাসের টিকা গ্রহণ করাটা আমার জন্য খুব গর্বের বিষয়। আমি সবার কাছে দোয়া চাই।’