লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) রাতে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
আইওএম জানায়, লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় মোট ২৬৭ জন নাগরিককে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি, আর তিনজন মিশরীয় নাগরিক। এসব নাগরিক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে নৌকাযোগে পাড়ি দিচ্ছিলেন। তবে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সাগরে ভাসতে থাকা দলটিকে উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ড।
এর আগে গত ১১ জুন ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি ছিলেন।
গত ১৩ জুন লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র জানিয়েছিলেন, তাঁদের দুটি উদ্ধারকারী জাহাজ ওই অভিযানে অংশ নেয়। রাবারের তৈরি ডিঙিতে ওইসব অভিবাসনপ্রত্যাশী ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বলে লিবিয়ার কর্তৃপক্ষ জানায়।