পর্তুগাল থেকে ডাল্টন জহির : ফ্যামিলিস ইন পর্তুগাল কতৃক লিসবনেরভিতো পার্কে বর্ষবরণ ১৪৩২ , আবহমান বাংলার ঐতিহ্যবাহী নতুন বর্ষবরণ ১৪৩২ উদযাপন। ৫০টি পরিবার প্রায় দুই শতাধিক বাংলাদেশীদের এই মিলন মেলায় আমাদের বাংলা সংস্কৃতি পান্তা-ইলিশের দেশ ও লোকসংগঠন মূর্ছনায় আমরা দেশ ইমেজ ফিরে পাই।
এই ইচ্ছার, অগ্রদুত বিথী মাইন, রাহিম ফেরদৌসী রিহাজ ,বানি,নয়ন রাফি,নাহাজ সহ যারা অক্লান্তভাবে পরিশ্রম করে প্লাটফর্ম স্বার্থক করেছে, বাংলার কৃষ্টিকে তারা এই সুদুর পর্তুগালে লেখা এটি কোন মামুলি কাজ নয়।
পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিনিয়র কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রানা তসলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং আয়োজক এবং সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।
সাংবাদিক,ব্যবসায়ী সম্প্রদায় এবং পর্তুগালে বসবাসকারী বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্য বাংলাদেশীদের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন।