রবিবার প্রতি বছরের ন্যায় ইতালী ত্রেভিজো বাংলা স্কুল কর্তৃক আয়োজিত গ্রীল পিকনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সেইদিন সকাল থেকে সকলের মনে ছিলো এক অজানা আনন্দের অনুভুতি। কখন গিয়ে পৌছাবে পর্যটন এলাকা লাগো দি মিস এবং পাহাড়ী ঝরনার মনোরম প্রাকৃতিক ভূস্বর্গে কাস্কাতে সোফিয়া।আমরা বাঙ্গালী ধর্মীয় রীতিনীতি অনুসারে বাংলাদেশে পরিবার পরিজনদের সাথে ঈদ উৎসব পালনে হৃদয়ের প্রশান্তি অনুভব করি, কিন্তু প্রবাসে জীবন জীবিকার প্রয়োজনে সেভাবে উৎসবগুলো পালন করা হয়ে উঠেনা, তারপর পৃথিবীর বুকে আছড়ে পরা মহামারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন লক ডাউনে থেকে জীবন স্হবির হয়ে পড়ে। এর মাঝে হৃদয়ে একটু প্রসান্তির জন্য ইতালির ত্রেভিজো কিছু বাংলাদেশী ফ্যামিলি একত্রিত হয়ে অনুষ্ঠানটি এক ঈদ মিলন মেলায় পরিনত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল,সাধারন সম্পাদক তৈয়ব আলী,যুগ্ন সাধারণ সম্পাদক সুজন মিয়া,প্রধান উপদেষ্টা ওমর ফারুক,কোষাধ্যক্ষ জসীম ব্যপারী,স্কুলের প্রধান শিক্ষিকা জাহিদা পারভিন,সাথী আক্তার,কামরুন নাহার তুলি, মুকুল আক্তার এবং সহ শিক্ষিকা আয়েশা আক্তার ও স্কুলের ছাত্র/ ছাত্রী এবং তাদের অভিভাবকগন।স্কুল কমিটির সকলের সার্বিক আন্তরিক সহযোগীতায় অনুষ্ঠানটি বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে। সকলে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি তিনি যেন করোনা ভাইরাস থেকে আমাদেরকে পরিত্রান দেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সাথে থেকে অনুষ্ঠানটি সাফল্যে মন্ডিত করার জন্য। কৃতজ্ঞতায় ত্রেভিজো বাংলা স্কুল পরিচালনা পরিষদ।