নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৪৮ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩ জন। জেলায় ১৪ মার্চ ৩২ জন, ১৩ মার্চ ১৩ জন, ১২ মার্চ ২৩ জন, ১১ মার্চ ২৮ জন, ১০ মার্চ ৮ জন, ৯ মার্চ ২০ জন, ৮ মার্চ ১৯ জন, ৭ মার্চ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত কয়েকদিনে নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। অর্থাৎ গত ১০ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২০০ জনের বেশি।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
রবিবার নারায়ণগঞ্জে ১৫১৩ জন করোনার ভ্যাকসিন নিয়েছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ৯৮ হাজার ৩২২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৯ জন ব্যক্তি নমুনা দিয়েছেন। এর মধ্যে ৪০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর আগে রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৩১ জন। এর মধ্যে মারা গেছেন ১৬১ জন, সুস্থ হয়েছেন ৮ হাজার ৭৩৯ জন।