রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড়ে শহর সমাজসেবা কার্যালয়-১ ঢাকা এর উদ্যোগে অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য শীর্ষক আলোচনা ও ক্ষুদ্র ঋণ এর মাধ্যমে জীবন মান উন্নয়নের জন্য আলোচনা অনুষ্ঠিত হয়। বুধবার (০৮ জুন/২০২২) সকাল ১০ টায় দি কিং প্যালেস পার্টি সেন্টারে আয়োজন করা হয়। আয়োজনে মূল প্রবন্ধক উপস্থাপক ছিলেন উপ-পরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইউসিডি) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় ঢাকা মোঃ আব্দুল জব্বার, অতিরিক্ত পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় ঢাকা মোঃ সাজ্জাদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সমাজকর্ম বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড: আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার ইউসিডি-৫ ঢাকা মোঃ জহিরুল উদ্দিন, সমাজসেবা অফিসার ইউসিডি-৩ ঢাকা মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানটি আয়োজক ও সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয়-১ ঢাকা মোঃ নুর ইসলাম।
সেমিনারে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরীর সকল শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা। শহর সমাজসেবা কার্যালয়-১ ঢাকার আওতাধীন ১৭ টি ওয়ার্ডের ভাতাভোগী, ঋণ গ্রহিতা ও কর্মচারীগণ। হিজড়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দ, থানা যুব উন্নয়ন কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মোঃ নাসির উদ্দিন আলোচনা করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সমস্যা ও সুষ্ঠ বাস্তবায়নে।
জিপুটি পদ্ধতিতে ভাতা প্রদান করায় ভাতা ভোগীরা দ্রুত ভাতার অর্থ পাওয়ায় ধন্যবাদ প্রদান করেন।