মোঃ আলাল উদ্দিন: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব এর রোভার স্কাউট গ্রুপ ময়মনসিংহ অঞ্চলের সেরা বিভাগীয় রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলার মধ্যে রোভার স্কাউট গ্রুপ ক্যাটাগরিতে রফিকুল ইসলাম মহিলা কলেজ , ভৈরব রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হন।১৬ মে বৃহস্পতিবার ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক যৌথ স্বাক্ষরিত ময়মনসিংহ অঞ্চলের জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৪ চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। ময়মনসিংহ অঞ্চলের শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলেজ এডহক কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন,ও কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)শতাধিক গ্রন্থের লেখক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মানে ভূষিত মোঃ শহীদুল্লাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশে রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কলেজের অভ্যন্তরীণ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি দেশের জাতীয়, আন্তর্জাতিক দিবস, সকল মানবিক কার্যক্রম সহ দূর্যোগকালীন মূহুর্তেও স্বেচ্ছাসেবা কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে। তিনি আরো বলেন এ সব কার্যক্রমের সমন্বিত পুরস্কার হিসেবেই রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। রোভার গ্রুপের সম্পাদক, কলেজের শরীরচর্চা শিক্ষিকা, ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ রোভার ইউনিট লিডার ও বাংলাদেশ স্কাউটের ট্রেইনার পারভীন আক্তার বলেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যোগ্য করে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে রোভার স্কাউট। আমরা সবসময় হাতে-কলমে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার মাধ্যমে বাস্তবিক পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরী করতে চেষ্টা করি। একই সঙ্গে দেশ ও দশের কল্যাণে নিজেদের সর্বদা প্রস্তত রাখার শিক্ষা দেওয়া হয়ে থাকে। তিনি আরো বলেন গত মার্চ মাসে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল কর্তৃক সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪ এ সেরাদের সেরা স্থান হওয়ার গৌরব অর্জন করেছেন রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ। ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলার মধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের ও আনন্দের। আগামী দিনেও এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।