মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই খালাতো ভাইবোন ও মামাসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। জেলার টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ধামারন গ্রামের চকের মাঝে শাপলা তুলতে গেলে মো. মমিন আলীর ছেলে মো. রবিউল হাসান (১২), মো. সাইফুল ইসলামের কন্যা সানজিদা (১০) ও মো. কামাল হোসেনের ছেলে লামিম(১০) সহ ৩ শিশুর বজ্রপাতে মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় সিফাত (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামারণ ইউনিয়নের পশ্চিমের চক বিলে চার শিশু মিলে শাপলা উত্তোলন করতে গেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়।
টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।