মোঃ আলাল উদ্দিন: পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ ২ মার্চ ২০২৫ খ্রিঃ রবিবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর,ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল হক জাবেদ, ভৈরব প্রেসক্লাবের আহবায়ক মোঃ মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারন সম্পাদক- মোঃ আলাল উদ্দিন, ভৈরব পৌর সভার স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভৈরব উপজেলার প্রতিনিধি মোহাম্মদ কাইজার প্রমুখ।
বিভিন্ন বক্তারা বলেন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রনে আনতে হল প্রথমেই বাজার সিন্ডিকেটকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।পাইকারী ও খুচরা বাজারে নিয়মিত মনিটরিং রাড়াতে হবে এবং পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সকল পণ্য বিক্রেতা কে তাদের স্ব স্ব পণ্যের মুল্য তালিকা টানিয়ে রাখতে হবে এবং তা টাস্কফোর্স কমিটি মনিটরিং করতে হবে। বক্তরা আরো বলেন, রমজান সংযম ও আত্নশুদ্ধির মাস কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারনে এই পবিত্র মাস ভোগান্তির মাসে পরিনত হয়। ভৈরব ইমাম পরিষদ ও আলেম নেতৃবৃন্দ কে এর সাথে সম্পৃক্ত করলে এর কিছুটা সুফল পাবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। আগামী কদিনের মধ্যে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মাধ্যমে বাজার ব্যবসায়ীদের সাথে একটি জরুরি সভা ডেকে তাদেরকে এ বিষয়ে অবহিত করার কথা জানান কজন বক্তা। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সাংবাদিক ও চেম্বারের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।