মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৫ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ মঙ্গলবার সকাল ১১ টায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজ ভৈরবী, কমলপুর হাজী জহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেঃ মোঃ অহিদুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব, এ ছাড়াও ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তরা জাতীয় কর্মসূচির গৃহীত আলোকে কোভিড- ১৯ পরিস্থিতি বিবেচনায় রেখে কর্মসূচি পালন করার কথা জানান। দিবসটি যথাযোগ্য মর্যাদায় চেতনায় লালন করে ভৈরবের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধাজনক সময়ে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।