English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ভৈরবে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: সারা দেশের ন্যায় ভৈরবেও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ -২০২৪ উদযাপন করা হয়েছে। “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক “এ প্রতিপাদ্য -কে সামনে রেখে আজ ৯ জুন রবিবার বিকেল ৩টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা, র‍্যালী, কেক কাটা, ক্রেষ্ট প্রদান এর মাধ্যামে ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়। শুরুতেই রং বেরঙের বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ রাফির সভাপতিত্বে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, ভৈরব প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সভাপতি মোঃ,তাজুল ইসলাম তাজ ভৈরবী ও ভৈরব শহর ফাঁড়ির ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন তার বক্তব্যে বলেন, ভূমি সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা কোনো হয়রানি, ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সব ধরণের সেবা গ্রহন করতে পারবেন। ভূমি সেবা সপ্তাহে সব ধরনের সেবা দেওয়া হবে এর মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে সহায়তা এবং উন্নয়ন কর সম্পূর্ণভাবে গ্রহণ করার বিষয়টি ভৈরবে বিভিন্ন ইউনিয়নেও ব্যাপক প্রচার করা হবে। এ ছাড়াও ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা দেওয়া হবে।

ভূমি কর্মকর্তা তার বক্তব্যে বলেন, ভূমি অফিসে আমি যতক্ষণ থাকবো এমন-কি রাত ৮/৯টা পর্যন্তও সব ধরণের ভূমি গ্রহিতা সেবা প্রদান করা হবে। এছাড়াও সরকারের সবধরনের ডিজিটাল সেবা প্রদানের বিষয় সম্পর্কে সভায় অবহিত করা হয়।অনুষ্ঠানে ভৈরব উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী ও ভূমি সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য :- আগামী ১৪ জুন পর্যন্ত এই ভূমি সেবা সপ্তাহ চলবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন