লায়ন্স ক্লাব অব ভৈরব বেইলি গার্ডেন,লায়ন্স ক্লাব অব ভৈরব মাতৃকা গার্ডেন, লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা, লিও ক্লাব অব ভৈরব বেইলি গার্ডেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল,জেলা-৩১৫,বি-১, বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ২৯\০৮\২১ খ্রি-রোজ রবিবার সকাল ৯টায় ভৈরব মা ও শিশু জেনারেল হাসপাতালে বিনামূল্যে গর্ভবতী মহিলাদের প্রসবকালীন চেকআপ,রোগ নির্ণয় ও ঔষধ বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব ভৈরব বেইলি গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন শামীম আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লায়ন শাহানা রহমান এম.জে.এফ ডিস্ট্রিক্ট গভর্নর-লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫,বি-১,বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পিডিজি লায়ন হেলেন নাসরিন, লায়ন শরীফ আলী খান এম.জে.এফ ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর,লায়ন লুৎফর রহমান এম.জে.এফ সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, লায়ন ফরিদা ইয়াসমিন- ক্যাবিনেট সেক্রেটারি, লায়ন মীর শফিকুল আলম কনক এম.জে.এফ- ক্যাবিনেট ট্রেজারার, লায়ন আসাদুজ্জামান চৌধুরী ইমন, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ইব্রাহিম চৌধুরী প্রিন্স,লায়ন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, লায়ন মুহাম্মদ কামাল হোসেন, লায়ন জাহেদুল হক জাবেদ,লিও-লায়ন মেহেদী পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব ভৈরব বেইলি গার্ডেন এর প্রেসিডেন্ট লিও আব্বাস আহমেদ, সেক্রেটারি লিও শিফা ইস্তেগার জিনিয়া, ট্রেজারার লিও বিজয় সহ অন্যান নেতৃবৃন্দ।
উপরোক্ত প্রোগ্রামে চিকিৎসা সেবা প্রদান করেন গাইনী সার্জন প্রফেসর ডাঃজামশেদ আলম,ডাঃ লাবনী মাহমুদ। প্রধান অতিথি ও ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহানা রহমান এম.জে.এফ চিকিৎসা সেবা নিতে আসা গরীব,অসহায় রোগীদের সাথে কথা বলে আগামী দিনে আরো বড় পরিসরে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে মাতৃকা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ধোধন করেন।