English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

ব্যানার-পোস্টারবিহীন পরিচ্ছন্ন নগরী গড়ার পথে ডিএসসিসি

- Advertisements -

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সকল বাজার, সড়ক, ফুটপাত, ভূমি ও দেয়াল হতে অনুমোদনবিহীন সকল বিলবোর্ড, শপ সাইন, প্রজেক্ট সাইন, সাইন বোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। ২৬ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত প্রায় ৪৪ ব্যানারসহ অনেক ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, ঢাকা শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় নাগরবাসীকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

শহরের পরিবেশ রক্ষায় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দশটি অঞ্চলেই অপসারণ শুরু করেছে এবং বর্তমানে চলমান আছে।ডিএনসিসির কাউন্সিলরদের সহযোগিতায় এবং দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে গত ২৬ এপ্রিল ২০২২ থেকে এই অপসারণ কার্যক্রম শুরু হয়।

ডিএনসিসি জানায়, কার্যক্রম চলা অবস্থায় ৪৩,৬৯৩টি ব্যানার, ৩৩,০০৩টি ফেস্টুন, ১,১২,৭১৫টি পোস্টার এবং ১২টি তোরণ অপসারণ করা হয়েছে। ব্যানার-পোস্টার বিহীন পরিচ্ছন্ন নগরী গড়তে এই অপসারণ কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতে এই শহরকে এভাবেই পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন সবসময় জনগণের সহায়তা চায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন