প্রত্যাশা ২০২১ ফোরাম এর বছরব্যাপী ‘মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী’ উদযাপনের জন্য উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা ১৫ মার্চ ফোরাম সচিবালয় লালমাটিয়ায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরাম চেয়ারম্যান এস এম আজাদ হোসেন।সভা পরিচালনা করেন ফোরাম সদস্য সচিব রুহী দাস।উদযাপন কমিটির চেয়ারম্যান মান্যবর রাষ্ট্রদূত জনাব মসয়ূদ মান্নান তুরস্ক থেকে জুমে যুক্ত হন।উদযাপন সাব-কমিটির আহবায়ক ফোরাম সাংগঠনিক সম্পাদক মাশুক শাহী সভায় উদযাপন পরিকল্পনা উপস্থাপন করেন।এরপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটির চেয়ারম্যান মান্যবর রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান।
মূল্যবান মতামত ব্যক্ত করেন সহ-সভাপতি শামছুন্নাহার কোহিনূর,কার্যকরি সদস্য পান্না হাসান, মোস্তারী বেগম,বদিউজ্জামান তোতা,শাহীদা পারভীন,মোঃ রেজাউল করিম,মোছাঃআকতার বানু লিপি,এড,আলেয়া বেগম,সাজ্জাদ আহমেদ,গাজী আনিকা,নাসিফ জিসান প্রমুখ।
সিদ্ধান্ত হয় উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে।মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন মর্মে সদয় সম্মতি জানিয়েছেন।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিঘ্ন না হলে যথা সময়ে যথাস্থানে প্রত্যাশা ২০২১ ফোরাম এর বছরব্যাপী মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন ফোরাম চেয়ারম্যান এস এম আজাদ হোসেন।