নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সহ-সভাপতি লেখক সমাজকর্মী ও মানবতাবাদী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক মোঃ শহীদুল্লাহ’র প্রকাশিত ৭৯টি গ্রন্থের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯ অক্টোবর ২০২০ শুক্রবার বিকাল ৪টায় ভৈরব পৌর এলাকার ১০নং ওয়ার্ডের হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ জাগরণী শান্তিসঙ্ঘ ভৈরব কর্তৃক আয়োজনে গ্রন্থকুঠির প্রকাশিত অধ্যাপক মোঃ শহীদুল্লাহ রচিত ৭৯টি গ্রন্থ নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাগরণী শান্তিসঙ্ঘের আহবায়ক বিশিষ্ট লেখক সাবেক এমপি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লেখক অধ্যাপক মো শহীদুল্লাহ। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব এর অধ্যক্ষ বিশিষ্ট শিশু সংগঠক মোঃ শরীফ উদ্দিন আহমেদ, হাজী আসমত আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট পর্যটক ও ইতিহাসবিদ অধ্যাপক আহমেদ আলী, সমাজসেবক সেলিম খান, ইঞ্জিনিয়ার এস এ কাশেম, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর মাহিন সিদ্দিকী, প্রভাষক কাজী জাফর হোসেন, বিজয়বর্মণ, এ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল, মোশারফ হোসেন, আব্দুল হেকিম, সাইফুল সোহেল, প্রভাষক হাবিবুর রহমানসহ আরো অনেকে।
সংগঠনের পক্ষে প্রস্তাব, জাগরণী শান্তিসঙ্ঘের পরিচিতি, রবীন্দ্রনাথের লাইব্রেরি প্রবন্ধ পাঠ করেন- মোঃ হেলাল উদ্দিন, মোঃ জসীম উদ্দিন ও মোঃ নজরুল ইসলাম। আলোচকবৃন্দ ভৈরবের কৃতিসন্তান অধ্যাপক মোঃ শহীদুল্লাহ’র লেখনী’র মাধ্যমে সারাদেশে ভৈরবের সুনাম অর্জন করায় তাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাংস্কৃতিক সম্পাদক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অভিনেতা সাইদুর রহমান বাবলু।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন