কিশোরগঞ্জে পুরোদমে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটা। তবে করোনা মহামারিতে লকডাউনের কারনে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা।
এজন্য সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেন না তারা। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক এজিএস বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে নিকলী উপজেলার সদর ইউনিয়নের ছোটবিল হাওর এলাকায় কৃষক বিল্লাল ভূইয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে জেলা যুবলীগ এই কর্মসূচি পালন করে।
এতে জেলা যুবলীগ ও নিকলী উপজেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।
কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,সাবেক এজিএস বাছির উদ্দিন রিপন বলেন,’করোনার এই দূর্যোগকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশেই আমরা কিশোরগঞ্জ জেলা যুবলীগ এ ধান কাটার কর্মসূচি পালন করি।আমরা কৃষক বিল্লাল ভূইয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।
এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে’।