ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার অফিসার্স ক্যাফেতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ আয়োজনের মধ্য দিয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকরা এক সঙ্গে বসে ইফতার করেন। এ ইফতার মাহফিল বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন। সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সবুজ সরদার।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। তিনি বলেন, সাংবাদিকেরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্যে দিয়ে দেশ ও জাতির জন্যে নিজেদেরকে বিলিয়ে দেবেন। তাদের লেখনীর মধ্যে দিয়ে মানুষের কল্যান হবে। এজন্যে সকলকে নিজ নিজ জায়গা থেকে সু-সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।
এসময় ধামরাইবাসীসহ বিশ্ববাসীর কল্যাণে দোয়া করেন সাংবাদিকরা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম মিজানুর রহমান, বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভির উপজেলা প্রতিবেদক হুমায়ূন রশিদ, দৈনিক সংবাদ সারাবেলার পত্রিকার উপজেলা প্রতিবেদক রাজন আহমেদ, দৈনিক সময়ের কাগজের উপজেলা প্রতিবেদক রাজিউল হাসান পলাশ, দৈনিক কলমের আলো পত্রিকার উপজেলা প্রতিবেদক নূর হোসেন, দৈনিক ঢাকা টাইমস ও ঢাকা মেইল অনলাইনের উপজেলা প্রতিবেদক আহমেদ সোহান সিরাজিসহ ধামরাইয়ে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা।