মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী মৎস কর্মকর্তা জাকির মৃর্ধা, টঙ্গীবাড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদুল ইসলাম, সাংবাদিক মো: শেখ রাসেল ফখরুদ্দিন, আপন সরদার, অনিক শেখ প্রমুখ। এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা নিগার সুলতানা জানান- ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্যচাষী/উদ্যোক্তাদের মাঝে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।