মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফ(২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নে আপরকাঠি গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শরিফ (২৭) ওই গ্রামের শাহজাহান শেখের তৃতীয় ছেলে। জাকির নামে এক ব্যক্তি দুর থেকে চিৎকার সুনে তাকে উগ্ধার করে উগ্ধার করার সময় দেখা যায় বিদ্যুৎস্পৃষ্টে শরিফের শরিরের কিছু অংশ ঝলসে গেছে।
স্থানীয় ইউপি সদস্য সুমন মৃধা যানান, শরিফ বাড়ির পাশে জমিতে গোঘাশ কাটতে গেলে সেখানে পরে থাকা ডিসের লাইনে শরিফের কাচির স্পর্শে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থলে গেলে দেখা যায় সেখানে ডিসের লাইনের তারের সাথে একটি জিআই তার ছিলো। ওই তারেই বিদ্যুৎএর লাইন আছে বলে ধারনা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।