English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

- Advertisements -

ময়মনসিংহের গৌরীপুরে দুই পরিবারের ঝগড়া থামাতে গিয়ে সময় ছাবেদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঝগড়া থামাতে ওই সময় তিনি চিৎকার দিতেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরেই মৃত্যবরণ করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বালুয়াপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানান, পৌর শহরের বালুয়াপাড়া মহল্লায় ছাবেদ আলী পরিবার নিয়ে বসবাস করেন। পাশেই পরিবার নিয়ে থাকেন তার ছোট ভাই আমজাদ আলী।আজ দুপুরে দুই ভাই আমজাদ আলী  ও ছাবেদ আলী পরিবারের মধ্যে ঝগড়া হলে উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। তর্কের এক পর্যায়ে ছাবেদ আলী উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশিরা জানান, ছাবেদ আলী হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি স্ট্রোক করেছেন।

ছাবেদ আলীর মেয়ে রুবি বলেন, ‘দুপুরে ঝগড়া হলে আমজাদ কাকার পরিবার অকথ্য গালাগালি করে। একপর্যায়ে কাকার মেয়ে তাসলিমা বাবাকে লক্ষ করে ঝাড়ু ছুঁড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ‘

আমজাদ আলীর মেয়ে তাসলিমা বলেন, ‘দুপুরে ছাবেদ কাকার নাতনি বল খেলার সময় আমাদের ঘরে বার বার বল লাগছিল। খেলা বন্ধ করতে বললে কাকার পরিবার ঝগড়া শুরু করে ঝাড়ু নিক্ষেপ করে। আমরা সেই ঝাড়ু তার ঘরে সামনে ছুঁড়ে ফেলি, কিন্তু সেটা কারো শরীরে পড়েনি। ‘

এ বিষয়ে গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‘

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন