নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে কভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকায় এ ভাঙচুর চালানো হয়। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ধাওয়া দিলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যান। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বিএনপি দলীয় স্লোগান দিয়ে একদল লোক অবরোধ করে যানবাহন আটকে ভাঙচুর শুরু করে। মহাসড়কে থাকা অন্য যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এলে অবরোধকারীরা পালিয়ে যান।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন জানান, এখন পর্যন্ত তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। তবে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় কয়েকজন লোক ভাঙচুরের চেষ্টা করেছিলেন। পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যান।