জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই – এই দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র সভাপতি এম জামাল হোসেন মন্ডল সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিসচা টঙ্গিবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট জানে আলম প্রিন্স, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম, জাতীয় অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী বিপ্লব হাছান, মুন্সীগঞ্জের খবর প্রত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম কামাল, নিউজ ৭১ ডট টিভি উপ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক লীগের সদর উপজেলা সভাপতি সুমন বেপারীসহ মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের অন্যন সাংবাদিকবৃন্দ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন