English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

- Advertisements -

নানা কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ভৈরব।
আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মারক বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান উলফাতারা জাহানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৃজনশীল ব্যক্তিত্ব
প্রফেসর মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ইমদাদুল হক চৌধুরী ও মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সমীর চক্রবর্তী।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন তার বক্তব্যে শেখ হাসিনাকে মানবতা, উন্নয়ন ও শিক্ষার বাতিঘর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের প্রত্যেকটি সূচকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম সেকুল, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শামীম আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. রফিকুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ হাসান মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ বাবুল মিয়া প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরফানুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক অপূর্ব কুমার বণিক। দোয়া মাহফিল পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সেলিম। আলোচনা সভার পর আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রদর্শক মোহম্মদ ফজলুল হক শাহেদ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে স্মারকবৃক্ষ রোপণের কর্মসূচি শেষ হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন