নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী স্বাক্ষরিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন।
বিজ্ঞপ্তিতে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান তার বাবা-মাসহ স্বজনদের কবর জিয়ারত শেষে অভিযোগ করেন, তার স্বজনদের কবরে শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনি বলেন, এটা ইবলিশের কাজ।’
তিনি আরও বলেন, ‘প্রকৃত সত্য হলো, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্বজনদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়নি। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর অপেক্ষাকৃত নিচু। সেখানে পানি জমে থাকার আশঙ্কা করে পারভীন ওসমানের (নাসিম ওসমানের স্ত্রী) পারিবারিক আত্মীয় নাসির নামের একজনকে মাটি ফেলার জন্য পাঠায়। নাসির বাইরে থেকে মাটি এনে শামীম ওসমানের স্বজনদের কবর ভরাট করে। এ কাজে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিযুক্ত কেয়ারটেকার সামসুদ্দিন সহযোগিতা করেছে মাত্র।’
মেয়র আইভী বলেন, ‘সত্যকে আড়াল করে সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন উদ্দেশ্যে এ অভিযোগ ও বিতর্কিত মন্তব্য করেছেন। এর আগেও একটি প্রভাবশালী মহল হেফাজতে ইসলামের নামে একই রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে, যা নারায়ণগঞ্জবাসী অবগত রয়েছে। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান এলাকায় পাশাপাশি চার ধর্মের অনুসারীদের শেষকৃত্য সম্পন্ন হয়, যা সারাবিশ্বে বিরল এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষর বহন করে। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি।’