টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের কেরিং ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, একতা রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। এসময় ১ হাজার মন ওজনের চালসহ কেরিং ভেঙে পড়ে। এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো লাশ রয়েছে। উদ্ধার কাজ চলছে।