English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু

- Advertisements -

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা শনাক্ত হয়ে এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া চারজনের সবাই ময়মনসিংহের। তারা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুই মাস বয়সী শিশু হুজাইফা, সদরের জামেলা খাতুন (৮৬), নান্দাইলের সালেমা খাতুন (৯০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুস সালাম (৫৫)।

এছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জনই ময়মনসিংহ জেলার। অন্যজন গাজীপুরের বাসিন্দা।

তারা হলেন- ময়মনসিংহ সদরের সেলিনা আক্তার (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকার গোলাপী বেগম (৫০), মো. জুয়েল (২৮), ত্রিশালের আছিয়া খাতুন (৫৫), নান্দাইলের রাবেয়া খাতুন (৮০) ও গাজীপুর সদরের নূরজাহান বেগম (৭০)।

ডা. মুন আরও জানান, মমেক করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৭ জন। এর মধ্যে ১৮ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।

এদিকে, জেলায় একদিনে ৭৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৮২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন