কিশোরগঞ্জের ভৈরবে মাজারের খাবার খেয়ে ২৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগানগর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের নুরুন্নাহার, স্বর্ণা বেগম, কামাল উদ্দিন, নওশিন, ফাহিম, রোহান, অনিতা বেগম, আ. রউফ, রুপালী বেগম, সেলিনা বেগম, নদী খাতুন, রূপক, আবদুল্লাহ, নাদিয়া বেগম, মাফি, জিনাত বেগম, মিতা বেগম, কুলসুম, খাদিজা বেগম, তানভির, মিম, মুজাহিদ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে ঢাকার বাউনিয়া এলাকার একটি মাজারে যায় ভৈরবের আগানগর গ্রামের বেশ কিছু ভক্ত ও মুরিদান। সারা রাত মাজারে কাটানোর পর মধ্যরাতে রান্না করা খিচুড়ি নিয়ে বাড়ি ফেরে তারা।
রবিবার সকালে মাজার থেকে আনা খিচুড়ি নিজেদের স্ত্রী-সন্তান ও প্রতিবেশীদের খেতে দেয়। এসব খাবার খেয়ে একে একে সবার পেট ব্যথা, পাতলা পায়খানা ও বমি শুরু হয়। এতে শিশুসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রৌশন আরা লিপা জানান, মাজারের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে শিশুসহ ২০ জন হাসপালে ভর্তি আছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফলোআপে রাখা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।