গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে দাঁড়িয়ে মাকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া। গতকাল সোমবার রাত ১০টার দিকে পাপিয়ার মায়ের লাশ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের গেটে নেওয়া হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার পাপিয়া ওই কারাগারে বন্দী রয়েছেন। সোমবার রাতে পাপিয়ার বড় বোন ও ভাই লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নিয়ে যান। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মৃত মায়ের মুখ দেখানো হয়। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। প্রায় ২০ মিনিট পর লাশবাহী গাড়িটি কারা ফটক এলাকা থেকে চলে যায়।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন