করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আরো আটজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আটজনের একজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি সাতজন। মৃতদের সাতজন ময়মনসিংহের এবং জামালপুরের একজন।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৩৮ জনের মৃত্যু হলো। এর আগে গত জুলাই ও আগস্ট মাসে হাসপাতালটিতে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মারা যান ৯০১ জন।
আজ সোমবার (৪ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মূখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।
ডা. মুন আরো জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে চারজন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩২ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আটজন। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২১ হাজার ১১৮ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।