English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

মগবাজারে মায়ের সাথে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

- Advertisements -

রাজধানীর মগবাজারে আহির বিশ্বাস (১৫) নামে এক স্কুল ছাত্রী মায়ের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২নভেম্বর) সকালে ৬৫৯- মগবাজার গাবতলা ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আহিরের মামা তাপস কান্তি জানান, আহির মির্জাপুর ভারতশ্বরী হোমস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিনি বলেন পড়া লেখার জন্য মা’ গত রাতে বকাঝকা করেছিল।
সকালে দরজা বন্ধ ছিল, ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ছিটকানি ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
তার ধারনা মায়ের সাথে অভিমান করে হয়তো এ কারনেই ঘটনাটি ঘটিয়েছে। এছাড়া অন্য কোন কারন বলতে পারিনি স্বজনরা। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার শষিকর গ্রামের ডা. রঞ্জিত বিশ্বাস এর মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়। তার বাবা ব্রাক্ষণবাড়িয়ায় কর্মরত আছেন।বর্তমানে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন