English

22 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫
- Advertisement -

ভৈরব হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে মহান শহিদ দিবস উদযাপন

- Advertisements -

ভৈরবের ঐতিহ্যবাহী হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজে মহান শহিদ দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এর মধ্যে দিবসের শুরুতেই সকাল ৬:৩০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভৈরব পৌরসভার কেন্দ্রীয় মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহীদ দের শ্রদ্ধা নিবেদন করা হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১০:৩০ বায়ান্নের ভাষা আন্দোলনের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষে মহান একুশ স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলীর সভাপতিত্বে সংগঠক ওশিক্ষক সাইদুর রহমান বাবলু’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতি সন্তান ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, প্রতিষ্ঠানের দাতা সদস্য মাহিন সিদ্দিকী, কাতার চ্যারেটি বাংলাদেশের সমাজ কল্যাণ বিষয়ক কর্মকর্তা মাহমুদা আকতার, নিরাপদ সড়ক চাই ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ও ভৈরব রিপোটার্স ক্লাব অব ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সায়মা সাবরীনা, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আবদুল লতিফ প্রমুখ। এরপর প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সবশেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন