English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

ভৈরবে ২ দিনব্যাপী বিতর্ক কর্মশালার উদ্ধোধন

- Advertisements -

তৃণমূল পর্যায়ে বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফবিডি ) এর সহযোগিতায় ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজ মিলনায়তনে আজ ১২ অক্টোবর মঙ্গলবার দুদিন ব্যাপী বিতর্ক কর্মশালার উদ্ধোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিশু সংগঠক মোঃ শরীফ উদ্দিন আহমেদ।

এনডিএফবিডি এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক রকিবুল হান্নান মিজান এর সার্বিক পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোঃ সুমন মোল্লা, দৈনিক সমকালের ভৈরব প্রতিনিধি, মোঃ নজরুল ইসলাম রিপন, বিটিভিতে একাধিকবার বিতর্কে অংশগ্রহণকারী বিতার্কি আজরান কারীমা আজরা, শেখ নাজিফাহ ইসলাম ও রুবাইয়াত ইয়ানা প্রমুখ।

দুদিন ব্যাপী বিতর্ক কর্মশালায় ভৈরব উপজেলার ২০ টি স্কুল, কলেজ ও মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী কর্মশালার উদ্ধোধনীর প্রথমদিনে অংশগ্রহণ করেন । বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন এনডিএফবিডি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রিপন, লুবনা আক্তার, শফিকুল ইসলাম বাপ্পী।

করোনা মহামারির পর দীর্ঘদিন পর শিক্ষার্থীরা এ ধরনের একটি ব্যতিক্রমী সৃজনশীল অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেকেই উল্লাসে মেতে উঠেন। আগামীকল্য সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিতর্কের নানা বিষয়ে প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন