“কোভিড ১৯- কে জয় করুন মানবাধিকার রক্ষায় প্রস্তুত থাকুন” এ প্রতিপাদ্যে ভৈরব পৌর শাখার আয়োজনে ৭২ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার সময় ভৈরব বাসস্ট্যান্ডের অফিসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব পৌর শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্বাহী সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি জালাল আহমেদ, মো. শফিকুল ইসলাম, সোহাগ মিয়া, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম কাকুল,তানভীর আহমেদ, যুগ্ম অর্থ সম্পাদক হারুন-উর-রশিদ হারুন,
সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,হরে কৃষ্ণ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফয়েজ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম দীপালী, দপ্তর সম্পাদক হারুন-উর-রশিদ ও সাংস্কৃতিক সম্পাদক শিফা ইস্তেগার জিনিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘন বেড়ে গেছে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কেউ যেন সঠিক বিচার থেকে বঞ্চিত না হয়।
বক্তারা আরো বলেন, সমাজে রন্ধেরন্ধে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এ ব্যাপারে মানবাধিকার কর্মীদের সচেষ্ট থাকতে হবে। অন্যায়ের বিপক্ষে মানবাধিকার কর্মীরা সব সময় রুখে দাঁড়িয়েছে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে যেখানেই আমাদের সংগঠন অন্যয়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবে।
এছাড়া করোনাকালীন সময়ে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে আহ্বান জানান বক্ত্যরা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন