মোঃ আলাল উদ্দিন: ভৈরবে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় নারীনেত্রী শহীদ আইভি রহমানের ১৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার(২৪ আগষ্ট) এ উপলক্ষে ভৈরব আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকাল ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের কমলপুরস্থ আইভি রহমান স্মৃতিস্তম্ভে (ম্যুরাল) ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, ভৈরব থানা পুলিশ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ভৈরব পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, ভৈরব বিদ্যুৎ বিভাগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,দৈনিক গৃহকোণ পরিবার, বেক্সিমকো ভৈরব ডিপো অফিসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বেলা সাড়ে ১১টায় ভৈরব এমপি পাইলট গার্লস হাই স্কুল মাঠে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জঙ্গি বিরোধী জনসভায় নারকীয় গ্রেনেড হামলায় নারীনেত্রী আইভি রহমান গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ আগষ্ট মৃত্যুবরণ করেন।