মোঃ আলাল উদ্দিন: আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল ৩•৩০টায় ভৈরব পানাউল্লারচর শহীদদের গনকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধাজ্ঞাপন দোয়া মাহফিল ও উপজেলা পরিষদ চত্বরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়।
পানাউল্লারচর বধ্যভূমিতে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্বা সংসদ , ভৈরব থানা , ভৈরব পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি হাজী আসমত কলেজ,রফিকুল ইসলাম মহিলা কলেজ, উপজেলা যুবলীগ সহ বিভিন্ন বীরমুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ।
এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, ভৈরব সার্কেলের সিনিয়র এ এসপি মোঃ দেলোয়ার হোসেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কিশোর কুমার ধর, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, সরকারি হাজী আসমত কলেজের ভাঃ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ, রফিকুল ইসলাম,কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল্লাহ,শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, ভৈরব কাকলী খেলাঘরের সভাপতি অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব,রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন,বিশিষ্ট অভিনেতা ও সংগঠক সাইদুর রহমান বাবলু, এটিএন বাংলা ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তুহিনুর রহমান মোল্লা, ভৈরব প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ, মোঃ ইকবাল হোসেন,ভৈরব উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বীরমুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।