১৩ ডিসেম্বর রোববার ভৈরব শহরে গ্রামের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করে গ্রামের সর্বস্তরের জনগন। সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র আমলাপাড়া গ্রামের রাস্তার দু পাশে এলাকার কয়েক শত জনগন বিভিন্ন দাবি নামা সম্বনিত প্লাকার্ড, ফেস্টুন, পোস্টার নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন ভৈরবের শতবছরের ঐতিহ্যমন্ডিত এই গ্রাম যার নাম কমলপুর আমলা পাড়া। এ গ্রামে অবস্থিত ভৈরব বিদ্যুত সরবরাহ কেন্দ্র, সাবরেজিস্ট্রার অফিস , পুরনো টেলিফোন একচেন্জ সহ সরকারি বেসরকারি অফিস সমূহ। অতি সন্নিকটে রেলওয়ে স্টেশন । এ গ্রামেই বসবাস করছেন বিচারপতি,ডাক্তার ,ইন্জিনিয়ার , ব্যবসায়ী রাজনীতিবিদ সহ অনেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা । এছাড়াও দীর্ঘদিন দিন যাবত সরকারি নানা দপ্তরে এ আমলা পাড়া নামেই কাগজ পত্র রেকর্ড করা । অথচ মেয়র সাহেব তার ইচ্ছে মতো আমাদের গ্রামের নাম পরিবর্তন করে তার কর্মচারী দিয়ে কমলপুর পশ্চিম পাড়া লিখে হোল্ডিং টেক্সের নেমপ্লেট বসাচ্ছে ।
এ সব দেখে গ্রামের সকল লোক জন বিক্ষোভে ফেটে পড়েন । তারা সাংবাদিক দের আরো জানান আগামী একসপ্তাহের মধ্যে পৌরসভার সকল কাগজ পত্রে তার দেয়া বর্তমান নাম বাদ দিয়ে আমাদের বাপ দাদার পরিচিত আমলা পাড়া নামটি স্হায়ী ভাবে প্রতিষ্ঠিত করার দাবী জানান। নতুবা তারা এলাকার সকল নারী পুরুষ মিলে মহাসড়ক অবরোধ পৌরসভা ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের দাবী আদায়ের ব্যবস্থা করবো। এ সময় বক্তব্য রাখেন এ গ্রামের বাসিন্দাবীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আমলা পাড়া মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন শাহীন, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাফিজুল হাসান সানজিব, আওয়ামী লীগ নেতা মোঃ সোহাগ আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মূর্শিদ মিয়া প্রমুখ ।
এ বিষয়ে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ এ প্রতিবেদক কে জানান আমলাপাড়া নাম বাদ দিয়ে কমলপুর পশ্চিম পাড়া নামটি করার ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন