English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ভৈরবে আলীগ মনোনীত মেয়র প্রার্থী ইফতেখার হোসেন বেনু নির্বাচিত

- Advertisements -

পঞ্চম ও শেষ ধাপে ভৈরব পৌরসভা নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইফতেখার হোসেন বেনু ৩৭ হাজার ৯শ ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাজি মোঃ শাহিন ৯ হাজার ৬শ ৪৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট প্রদান করেছে। তবে ইভিএমে ভোট গ্রহণে কোন প্রকার জাল ভোট দেয়ার সুযোগ না থাকায় ভোটারদের মাঝে এক ধরনের আত্মতৃপ্তি দেখা গেছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনে বেলা সাড়ে ৩টার দিকে আমলাপাড়া কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী শিমুলের সমর্থকদের সাথে লোকমান সরকার ও অন্যান্য কাউন্সিলর প্রার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় বিজিবি,র‌্যাব ও পুলিশ ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ছিল। এ ছাড়া ও প্রতিটি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধ্যমে মোবাইল টিম মাঠে কাজ করছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভৈরব শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু নিজ কেন্দ্র পলতাকান্দা সৃজনী স.কা. প্রা. বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট প্রদান করেছেন।

বিএনপি মনোনীত প্রার্থী হাজি মোঃ শাহিন ধানের শীষ প্রতীকে কালিপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এছাড়া আবদুল্লাহ-আল মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে ভৈরবপুর আদর্শ স.কা.প্রা.বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

১২ টি ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডে মোঃ আল আমিন সৈকত,২ নং ওয়ার্ডে মোঃ দ্বীন ইসলাম, ৩ নং ওয়ার্ডে মমিনুল হক রাজু, ৪ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম শিমুল, ৫ নং ওয়ার্ডে মোঃ ফজলু মিয়া,৬ নং ওয়ার্ডে মোশারফ হোসেন মিন্টু,৭ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী সোহাগ,৮ নং ওয়ার্ডে হাবিবুল্লাহ নিয়াজ, ৯ নং ওয়ার্ডে হাজী মোঃ মোমেন, ১০ নং ওয়ার্ডে হাজী মনির হোসেন, ১১ নং ওয়ার্ডে মোঃ মানিক মিয়া, ১২ নং ওয়ার্ডে মোঃ ইব্রাহিম মিয়া।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১,২,৩ নং ওয়ার্ডে মোছা: আসমা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে রোজী ইসলাম, ৭,৮,৯ নং ওয়ার্ডে শামীমা পারভেজ শিমু ও ১০,১১,১২ নং ওয়ার্ডে মৌসুনা রহমান বেলা নির্বাচিত হয়েছেন।

এবারের পৌরসভার নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জনসহ মোট ৬১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন।

ভৈরব পৌরসভায় ৩৫টি ভোট কেন্দ্রে মোট ভোট ছিল ৭৯ হাজার ৭শ ১৩ জন। এর মধ্যে নারী ভোটার ৪০ হাজার ৩শ ৭ জন এবং পুরুষ ভোটার ৩৯ হাজার ৪শ ৬ জন। মোট ভোট দিয়েছেন ৫২৮০৪ জন। ভোটের শত করা হার ৬৬.২৬%।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন