English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

- Advertisements -

ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ স্লোগানকে সামনে রেখে আজ (গতকাল) মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১২টায় ভৈরব উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা, মুজিব শতবর্ষ, করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারী বলিষ্ট অবদান শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

ওই আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসমিন শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শিরিনা খাতুন, জাতীয় মহিলা সংস্থার ভৈরব শাখার সভাপতি মেহের নিগার শিখা প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ উন্নয়নে ভূমিকায় জয়িতা নারী সাংবাদিক ওয়াহিদা আমিন পলি, শারমিন আক্তার জুই, আনসার ভিডিপি ব্যাংক কর্মকর্তা মো. ইউনুছ, আনসার ভিডিপি কর্মকর্তা নুরুন্নাহার।

এ সময় বক্তারা বলেন, নারীরা আজ কোন কিছুতেই পিছিয়ে নেয়। নারীরা আজ এগিয়ে আছে সর্বদিকে। এখন প্রয়োজন নারী পুরুষ বৈষম্যতা তৈরি না করে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে চলা।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী দেশকে আগামী ২০৩১ সালের মধ্যে টেকসই উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নতি করণ করবেন। এই কার্যক্রম সফল করতে নারী পুরষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন