English

20 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বিএনপির পদযাত্রায় হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু

- Advertisements -

ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে অতিরিক্ত তাপদাহে হিটস্ট্রোকে দক্ষিণ জেলা যুবদলের সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. রুহুল আমীন সরকারের (৪০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাপড়া এলাকায় পদযাত্রা কর্মসূচি চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুহুল আমীন সরকার সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন গণমাধ্যমকে জানান, রুহুল আমীন সরকার যুবদলের নেতা। তিনি পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পদযাত্রাটি নগরীর চরপাড়া এলাকায় পৌঁছলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, যুবদল নেতা মৃত্যুর ঘটনায় বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনের কর্মসূচিতে যুবদল নেতা রুহুল আমীন সরকারের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার এই মৃত্যু দল ও দেশের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা নিহতের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দান করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন