বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে নাটকে কটূক্তি করা হয়েছে- এমন অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করছে যুবদল।
আজ শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে এই কর্মসূচি।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলীয় নেতাকর্মীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করছেন যুব দলের সভাপতি সাইফুল আলম নীরব। পরিচালনা করছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় যুবদলের এ মানববন্ধন। কর্মসূচিতে যোগ দেওয়া জন্য বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন