English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা শাখার পথসভা

- Advertisements -

নেত্রকোনার দুর্গাপুরে শ্যামগঞ্জ মহাসড়কে আশঙ্কাজনক হারে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গাড়িচালক ও যাত্রীদের সচেতনতায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার বিরিশিরিতে এই পথসভার আয়োজন করে ‘নিরাপদ সড়ক চাই’ দুর্গাপুর উপজেলা শাখার কর্মীরা।
কর্মসূচিতে সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক পৌর মেয়র শ. ম. জয়নাল আবেদীন, দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম, অ্যাডভোকেট সজল চক্রবর্তী, দুর্গাপুর নিরাপদ সড়ক চাই আন্দোলনের আহ্বায়ক নুরুল আলম, ফেরদৌস আকঞ্জি প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিদিন দুর্গাপুর থেকে হাজারো বালু বোঝাই ট্রাক দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। এসব গাড়ির বেশিরভাগ চালকই অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক। ফলে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। আর প্রাণ হারাচ্ছে পথচারী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।
তাই প্রশাসনের উচিত সড়কে নিয়মিত মনিটরিং করে অদক্ষ চালক আর ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করে সড়কগুলো নিরাপদ রাখা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন