নিসচা টংগিবাড়ী শাখার মাসব্যাপী কর্মসূচির ৫ম দিনে সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখা সংগঠনের আয়োজনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
তাঁরই প্রেক্ষিতে সোমবার কোভিড-১৯ করোনাভাইরাস মহামারির কারনে জনসাধারন ও গাড়ী চালকদের সচেতনতার জন্য সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সোমবার মুন্সীগঞ্জ জেলাধীন টংগিবাড়ী উপজেলা সদরে গাড়ী চালকদের ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারং-টংগিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ রাশেদ নবি খোকন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র সভাপতি এম জামাল হোসেন মন্ডল।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন