নিরাপদ সড়ক চাই সংগঠন ২০২১ এর স্লোগান ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে ফ্রেন্ডস কিচেন পার্টি প্যালেস (মুন্সীগঞ্জ) সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই টংগীবাড়ী উপজেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এম জামাল হোসেন মণ্ডল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির।
বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.সামসুন নাহার শিল্পী, ট্রাফিক ইন্সপেক্টর (সদর) টি আই শাহ আলম, সুজন -সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাড. জানে আলম প্রিন্স।
হাঁটি হাঁটি পা পা করে ২৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে সংগঠনটি। নিরাপদ সড়ক চাই দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর হতেই পহেলা অক্টোবর থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে নিরাপদ সড়ক চাই সংগঠনটি।
গোলটেবিল আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করেন বক্তারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ সেতু দেওয়ান প্রচার সম্পাদক নুর মোহাম্মদ বেপারী, ক্রীয়া সম্পাদক হাবিবুর রহমান সুৃমন কার্যকরী সদস্য হুমায়ন ঢালী,আক্কাছ বেপারী,বাবুল শেখ প্রমুখ এবং মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাইদ সৌরভ, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজ মল্লিক, চিফ রিপোর্টার মাসুদ রানা, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সালমান হাসান, নিউজ সেভেন্টি ওয়ান ডটটিভর সম্পাদক জাহাঙ্গীর আলম, কাজী বিপ্লব হাসান প্রমুখ।