English

20 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
- Advertisement -

নারায়ণগঞ্জে ৪ ইটভাটা মালিককে ৩৫ লাখ টাকা জরিমানা

- Advertisements -

নারায়ণগঞ্জের ৩টি উপজেলায় ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ৪টি ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই ইটভাটাগুলো স্কুল, আবাসিক ও পৌর এলাকায় পরিচালিত হচ্ছিল।

মঙ্গলবার দিনব্যপী পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়, পুলিশ ও র‌্যাব-১১ এর সমন্বয়ে গঠিত একটি টিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলায় ৬টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র বিহীনভাবে আবাসিক এলাকা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনে আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন