নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচে পুরুষাঙ্গ কর্তন করা অবস্থায় ইমরান (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার (০৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আহত অবস্থায় কিশোর ইমরানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার এসআই আরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইমরানকে উদ্ধার করি। এ সময় সে তার নাম ইমরান ও পিতার নাম আলাউদ্দিন, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী গ্রামে তার বাড়ি বলে জানিয়েছে। পরে জ্ঞান হারিয়ে ফেলে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, কিশোর ইমরানের বাড়িতে খবর দেয়া হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন