দুপুর অনুমান ২ ঘটিকার সময় চিফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের মাদক ধ্বংস করার নির্দিষ্ট স্হানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট নারায়ণগঞ্জ জনাব আবদুর রহমান, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মোহাম্মদ বদিউজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেটগনের মধ্যে মো: কাউসার আলম, ইমরান মোল্লা, নূর মহসীন, বেগম শাফিয়া শারমিন উপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান (পিপিএম) এর বরাত দিয়ে জানা যায় বিভিন্ন মামলায় উদ্ধারকৃত ফেন্সিডিল ১০৩৭ বোতল মূল্য অনুমান ১০ লক্ষ টাকা, গাজা ১৬৬ কেজি মূল্য অনুমান ১৫ লক্ষ টাকা, ইয়াবা ২৪৮৪৪ পিস মূল্য অনুমান ৭লক্ষ ৫০ হাজার টাকা, বিদেশি মদ ৩০২ বোতল মূল্য অনুমান ১৭ লক্ষ টাকা, চোলাই মদ ১০৫ লিটার, মূল্য অনুমান ৫০ হাজার,বিদেশি মদের বোতল ১৭ টি, মূল্য অনুমান ৫০ হাজার,বিয়ার ৭০ ক্যান, মূল্য অনুমান ৩৫ হাজার,হেরোইন ১৯০০ পুরিয়া ও ২০ গ্রাম ধ্বংস করে মাদক ধ্বংসকরণ কমিটি।