ঢাকার ধামরাইয়ে চাচিকে নিয়ে ভাতিজা উধাও হয়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে। ওই গ্রামের কাবিল উদ্দিনের ছেলে জুয়েল তার চাচা আলীমের স্ত্রী রুপালিকে নিয়ে পালিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল চাচার স্ত্রী রপালির সাথে ভাতিজা জুয়েলের। চাচার সাথে বিয়ের সময় কোন আপত্তি করেনি জুয়েল। বিয়ের পর তাদের কাছাকাছি দেখায় আরও প্রেমে মত্ত হন তারা। প্রেম মানে না কোন সর্ম্পক। তাই গত বুধবার দুজন দুজনার হাত ধরে অজানা উদ্দেশে পাড়ি জমান।