ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা শেষে বের করা মিছিলে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি নিক্ষেপ করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাবির ভিসি চত্বর থেকে টিএসসি অভিমুখী সড়কে এ ঘটনা ঘটে।
আজ বিকেল ৪টায় গায়েবানা জানাজা পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা কফিন নিয়ে মিছিল সহকারে টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের লক্ষ্য করে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ।
পরে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকাতেও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে আজ দুপুর পৌনে ৩টার দিকে টিএসসি এলাকায় অন্তত ছয়টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে তারা তুলে নিয়ে যায়।
পুলিশ টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় প্রথমে পাঁচটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখান থেকে ছাত্রনেতা আখতার হোসেনকে তুলে নিয়ে যায় পুলিশ। একটু পরেই রোকেয়া হলের কাছে আরেকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আজকের পত্রিকার সাংবাদিক আহমেদ শাবিব আব্দুল্লাহসহ দুজন আহত হন।