টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নাসির গ্লাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় নাসির গ্লাস এন্ড ইন্ডাস্ট্রিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, রাত ১২টার দিকে ওই এলাকার নাসির গ্লাস এন্ড ইন্ডাস্ট্রিজের একটি ইউনিটে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি ইউনিটিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ, গোড়াই হাইওয়ে থানা এবং উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
আগুন নিয়ন্ত্রণে না আসায়, টাঙ্গাইল, দেলদুয়ার, কালিয়াকৈর, গাজীপুরসহ ১২টি ইউনিটের দমকল বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়।
প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সবার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।