টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর সঙ্গে রাগ করে দেড় বছরের শিশুসন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নে ভানুয়াবহ এলাকায় এ ঘটনা ঘটে।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব খান সন্ধ্যা ৭টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী স্বপ্না রানী ও তার দেড় বছরের শিশুসন্তান শিয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুশান্ত সরকারের সঙ্গে তার স্ত্রী স্বপ্না রানী সরকারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে স্বপ্না রানী স্বামীর সঙ্গে রাগ করে দেড় বছরের শিশুসন্তান শিয়ানকে নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে উত্তর ভানুয়াবহ এলাকায় ব্রিজের ওপর শিশুসন্তানসহ ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা এসে মরদেহ নিয়ে যান।
এ বিষয়ে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুলের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।